Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
চকভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
Details

প্রতিষ্ঠার ইতিহাসঃ মোঃ মোজাম্মেল হক, মৃত আলঃ ফাইজুদ্দীন, মৃত আলঃ এজারুদ্দীন, মৃত তামিজ মন্ডল, মৃত আলঃ ধুলু মোল্লা, মৃত তৈয়ব আলী প্রমুখ বিদ্যানুরাগী ও সমাজসেবক মহৎ ব্যক্তিবর্গের প্রচেষ্টার ফসল এই বিদ্যালয়। প্রথমে একজন শিক্ষক ও কিছু ছাত্র-ছাত্রী নিয়ে খড়ের ঘরে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।

 

প্রতিষ্ঠাকালঃ ১৯৫৮ খ্রিঃ।

 

সংক্ষিপ্ত বর্ণনাঃ অত্র বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক থেকে প্রায় ৩ কি.মি. দক্ষিণে কালিনগরগামী পাকা সড়ক সংলগ্ন একটি সম্পূর্ণ গ্রামীণ মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি পাকা দ্বিতল ভবন, দ্বিতল ভবনে মোট ৫টি কক্ষ ও ২টি ল্যাট্রিন রয়েছে। পুরাতন একতলা ভবনটি এখন জরাজীর্ণ পরিত্যক্ত ভবন হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে মোট ৪টি ল্যট্রিন ও ২টি টিওবওয়েল রয়েছে।