ইংলিশ মোড় কাচা বাজার: বাজারটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ০৪নং ওয়ার্ডে অবস্থিত। উপজেলা থেকে বাজারের দু্রু্ত্ত্ব প্রায় ১৬ কিলোমিটার। উপজেলা থেকে বাজার পর্যন্ত রাস্তা পাকা। অটো যোগে বা বাস যোগে উপজেলা থেকে হাই ওয়ে দিয়ে টিঠালি তলা হয়ে রিক্সা বা ভান যোগে রামচন্দ্রপুর হাট হয়ে বাজার পৌছা যায়। বাজারে সবচাইতে নদীর মাছ বেশী পাওয়া যাই। প্রতিদিন সকাল ৫.০০ হতে দুপুর ১.০০ টা পর্যন্ত বাজার চলে। এখানে কাপর, বিভিন্ন প্রকার কাচা বাজার, বিভিন্ন প্রকার মসলা পাওয়া যাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS