‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্প
মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প যা
গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে খামার ব্যবস্থাপনার মাধ্যমে স্বাবল্মী হওয়াই মূখ্য উদ্যেশ্য।
*ঘোড়াপাখিয়া ইউনিয়নে ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের মাধ্যমে ০৯টি ওয়ার্ডে খামার সমিতি গঠন করা হয়েছে।প্রতিটি ওয়ার্ডে ৩০ জন পুরুষ ও ৩০ জন মহিলা এবং তাদের ভিতর থেকে প্রতিনিধি ০১ জন করে ম্যানেজার ও ০১ জন করে সভাপতির মাধ্যমে সমিতি সুচারুরুপে পরিচালিত হচ্ছে।
আপাতত তালিকা পাওয়া যায়নি তালিকা পাত্রই হালনাগাদ করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS