Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দেবত্তর কমিউনিটি ক্লিনিক ও দেবত্তর জামে মসজিদ
বিস্তারিত

দেবত্তর জামে মসজিদ: দেবত্তর জামে মসজিদ টি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ খ্রিষ্টাব্দে। মসজিদটি দেবত্তর, চকদেবত্তর, হাজিপাড়া গ্রামের দানের বিনিময়ে গড়ে উঠে। মসজিদটি তিন গষ্টির দানের মাটির উপর গড়ে উঠে। যে তিন গষ্ঠি দাতা হল তাদের নাম নিম্নরুপ: ১। ১ম গষ্ঠি: (ক) মো: রফিকুল ইসলাম ওরফে সুফল আড়তদার, পিতা- মৃত বিলাত আলী। ২। ২য় গষ্ঠি: (ক) মো: তাজেমুল হক, পিতা- মৃত সলেমান মন্ডল (খ) মো: সাদিকুল ইসলাম, পিতা- মৃত আব্দুল মাজেদ (গ) মো: রফিকুল ইসলাম, পিতা- মৃত আব্দুল মাজেদ। ৩। ৩য় গষ্ঠি: (ক) মো: এনামুল হক, পিতা- মৃত আব্দুল লতিব (খ) মো: আনারুল ইসলাম, পিতা- মৃত আজগার আলী (গ) মো: হাবিবুর রহমান। পিতা- মৃত কামিজ উদ্দীন। সকলের গ্রাম দেবত্তর। সকলের ডাকঘর: কালিনগর, বর্তমানে মসজিদটির কাজ প্রক্রিয়াধীন।

 

দেবত্তর কমিউনিটি ক্লিনিক: এই প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতিত্তে ১৯৯৯ খ্রিষ্টাব্দে গড়ে উঠে। মসজিদটির মাটি দান করেছেন জনাব মো: আব্দুল কুদ্দুস। যাহার পিতা- মৃত বদিউজ্জামান, গ্রাম: দেবত্তর, ডাকঘর: কালিনগর, উপজেলা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে জনগনের দোড় গোড়ায় গ্রামের মানুষ সেবা পাচ্ছে।