প্রতিষ্ঠার ইতিহাসঃ মোঃ মোজাম্মেল হক, মৃত আলঃ ফাইজুদ্দীন, মৃত আলঃ এজারুদ্দীন, মৃত তামিজ মন্ডল, মৃত আলঃ ধুলু মোল্লা, মৃত তৈয়ব আলী প্রমুখ বিদ্যানুরাগী ও সমাজসেবক মহৎ ব্যক্তিবর্গের প্রচেষ্টার ফসল এই বিদ্যালয়। প্রথমে একজন শিক্ষক ও কিছু ছাত্র-ছাত্রী নিয়ে খড়ের ঘরে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।
প্রতিষ্ঠাকালঃ ১৯৫৮ খ্রিঃ।
সংক্ষিপ্ত বর্ণনাঃ অত্র বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক থেকে প্রায় ৩ কি.মি. দক্ষিণে কালিনগরগামী পাকা সড়ক সংলগ্ন একটি সম্পূর্ণ গ্রামীণ মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি পাকা দ্বিতল ভবন, দ্বিতল ভবনে মোট ৫টি কক্ষ ও ২টি ল্যাট্রিন রয়েছে। পুরাতন একতলা ভবনটি এখন জরাজীর্ণ পরিত্যক্ত ভবন হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে মোট ৪টি ল্যট্রিন ও ২টি টিওবওয়েল রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস